করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় ঘরে বসে থাকতে হয়েছে মানুষের। স্থবির হয়ে পড়েছিল স্বাভাবিক জীবনযাপন। থমকে যায় অর্থনীতি। করোনার সে প্রকোপ কমলেও শেষ হয়নি। এরই মধ্যে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর ফলে অর্থনৈতিক মন্দার মুখে পড়ে বিশ্বের বিভিন্ন দেশ। মুদ্রাস্ফিতির কারণে দাম বাড়তে থাকে নিত্য পণ্যের। এ তালিকা থেকে বাদ যায়নি বাংলাদেশ। প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে। তবে পার্শ্ববর্তী দেশের তুলনার দেশের বাজার একটু চড়া।
বাংলাদেশের বাজারে প্রতিহালি মুরগির ডিম যেখানে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, পশ্চিমবঙ্গের কলকাতায় সেখানে ৫.৫০ রুপিতে বিক্রি হচ্ছে। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২২ রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় ২৭ টাকা।
এছাড়া প্রতিকেজি চন্দ্রমুখী আলু ৪০ রুপি, জ্যোতি আলু ২৭ রুপি, পিয়াজ ২০ রুপি, রসুন ৮০ রুপি, বেগুন ৪০ রুপি, পটল ২২ রুপি, ক্যাপসিকাম ১৮০ রুপি, কাঁচা মরিচ ৮০ রুপি, আদা ৮০ রুপি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ২৫ রুপি, ফুলকপি ৪০
কেজি রুইমাছ ২৮০ টাকা, বড় ইলিশ ১৮০০-২০০০ টাকা, ছোট চিংড়ি ৪০০ টাকা, কাতলা ৩৫০ টাকা, খাসির মাংস ৭৫০ টাকা এবং মুরগির মাংস ১৮০ টাকা দরে বিক্রি হয়েছে। উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যে ব্যাপক পরিবর্তন আসায় ডলার ছাড়া প্রায় সব মুদ্রার দরপতন হয়েছে। ভারতে আগে যেখানে ৭২ রুপিতে এক ডলার পাওয়া যেতো, এখন তা কিনতে হচ্ছে ৮১ রুপিতে।
এদিকে রুপির বিপরীতে কমেছে বাংলাদেশি টাকার মানও। তবে বাংলাদেশে যে হারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে, কলকাতায় সেই হারে দাম বাড়েনি।