সংকট উত্তরণের জন্য চেষ্টা করছেন প্রধানমন্ত্রী

১৩ অগাস্ট ২০২২

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনগণের কষ্ট হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ‍ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকট উত্তরণের জন্য আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। তিনি মানুষকে স্বস্তি দিতে চাইছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৩ আগস্ট)  রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভায় এ কথা বলেন। মহিলা শ্রমিক লীগ এ সভার আয়োজন করে।

দেশের চলমান পরিস্থিতিতে জনগণের চিন্তায় প্রধানমন্ত্রীর ঘুম হারাম হয়ে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন- কীভাবে মানুষকে একটু আরাম দেওয়া যায়; স্বস্তি দেওয়া যায়; যারা কষ্ট পাচ্ছেন, তাদের কষ্ট মোকাবিলায় প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন। সংকট উত্তরণে সরকারের চেষ্টার কোনো ক্রটি নেই। বাংলাদেশ বৈশ্বিক সংকটের একটা নেতিবাচক প্রভাব মোকাবিলা করছে বলেও জানান সেতুমন্ত্রী।

বিশ্ব সংকট প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান- মূল্যবৃদ্ধি, ইনফ্লুয়েশন মূল্যস্ফীতি জিনিসপত্রের দাম বৃদ্ধি স্বয়ং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ইউরোপের দেশে দেশে। পানির কারণে জার্মানিতে রাইন নদীতে জাহাজ চলতে পারছে না। ইতালীর ১৫শ’ লেকের অধিকাংশ শুকিয়ে গেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক হাজার ফায়ার ফাইটার লাগিয়েও এখনও আগুন নেভানো যায়নি। বৈশ্বিক সংকটের কারণে মূল্যবৃদ্ধি এখন কোন দেশ বাকি নেই।

মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংগঠনের সাধারণ সম্পাদক রহিমা আক্তার সাথী প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর