সাদ্দাম হোসেন, ধর্মপাশা:
সুনামগঞ্জের ধর্মপাশায় ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন বিদ্যা মিয়া ওরফে বাবু (২৮) নামের এক নির্মাণ শ্রমিক। এ ঘটনায় থানায় জিডি হলেও তার সন্ধান পায়নি বাবুর পরিবার। বাবু ধর্মপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধর্মপাশা গ্রামের মৃত সিরাজ তালুকদারের ছোট ছেলে। গত সোমবার সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ রয়েছেন। বাবুর গায়ের রঙ শ্যামলা, মুখমন্ডল গোলাকার এবং তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।
বাবুর বড় ভাই রুবেল তালুকদার জানিয়েছেন, বাবু কিছুদিন ধরে উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে একটি নির্মাণাধীন ঘরে কাজ করতেন। রাতে সেখানেই অবস্থান করতেন। সোমবার বাবু নিজ বাড়িতে দুপুরের খাওয়া শেষে বিকাল তিনটার দিকে সেখানে যায়। পরে আর বাড়ি ফেরেনি। এমনকি তার মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। খোঁজ না পাওয়ায় বুধবার রাতে ধর্মপাশা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, থানায় সাধারণ ডায়েরি হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে।
এমকে