বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশনের রূপরেখা প্রস্তুত: আইনমন্ত্রী

১৩ অগাস্ট ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় জড়িত ষড়যন্ত্রকারীদের খোঁজার বিষয়ে কমিশন চলতি বছরে চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেছেন, ইতোমধ্যে কমিশনের রূপরেখা প্রস্তুত করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট  সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান। রাজধানী ঢাকার একটি হোটেলে শ্রম আপিল ট্রাইব্যুনালে কর্মশালা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইনমন্ত্রী।  ১৯৭৫ সালের ১৫ আগস্ট বন্ধবন্ধুকে সপরিবার হত্যা করা হয়।

আইনমন্ত্রী বলেন, কমিশনের রূপরেখা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। প্রয়োজনে তিনি সংযোজন-বিয়োজন করবেন, প্রয়োজনীয় সংশোধন শেষে চূড়ান্ত অনুমোদন দিবেন। এখন কমিশন গঠন ও এর কার্যপ্রণালি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি বলেও জানান আইনমন্ত্রী। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সেলিনা আক্তার কর্মশালায়  সভাপতিত্ব করেন।

এমকে


মন্তব্য
জেলার খবর