বিশ্ববাজারে কমলে দেশেও জ্বালানি তেলের দাম সমন্বয় হবে

১৪ অগাস্ট ২০২২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে থাকলে দেশের বাজারে সমন্বয় করা হবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসস্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।  বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করলে সরকার এটাকে ভালভাবে সমন্বয় করে নিচে নিয়ে আসবে। এ সময় পর্যন্ত সবাইকে ধৈর্য্য ধরার আহবান জানান তিনি। রোববার (১৪ আগস্ট) রাজধানী ঢাকায় বিদ্যুৎ ভবনে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা: অস্থির বিশ্ববাজার শীর্ষক সেমিনারে এ কথা বলেন। লোডশেডিং নিয়েও এ সময় কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

জ্বালানি তেল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতি কঠিনভাবে পর্যবেক্ষণ করছে সরকার। বর্তমান মূল্য সমন্বয় খুব বেশিদিন হয়নি। দুই-এক মাস সবাই একটু ধৈর্য্য ধরুন, একটু সহনীয় হোন।

লোডশেডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, সেপ্টম্বর মাসের শেষ দিকে লোডশেডিং থাকবে না। লোডশেডিং কমিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে  বলে আশা করা যাচ্ছে।

এমকে


মন্তব্য
জেলার খবর