মৃত্যু ১, শনাক্ত ২২৬

১৪ অগাস্ট ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে ১ জন করোনা রোগী মারা গেছে, করোনা শনাক্ত হয়েছে  ২২৬ জনের। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭৯ জন। রোববার  (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার  কোনো করোনা রোগী মারা না গেলেও শনাক্ত হয়েছিল ১৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১ জন মহিলা, তিনি চট্টগ্রামে অবস্থান করছিলেন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩২। নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ২৫২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ২২৬টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ৮ হাজার ৮৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৩২২ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩১৩ জনের। এক কোটি ৪৬ লাখ ৭৭ হাজার ২৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯।

এমকে

 


মন্তব্য
জেলার খবর