আমে,রিকার নিউইয়র্কে এক অনুষ্ঠানে বক্তব্য প্রদান করতে উঠলে হামলার শিকার হন বিতর্কিত লেখক সালমান রুশদিক। মাত্র ২০ সেকেন্ডে ১০-১৫ কোপ দেওয়া হয় তাকে। বর্তমানে আইসিইউতে আশঙ্কাজক অবস্থায় আচেন রুশদি। এক বিবৃতিতে তার মুখপাত্র এ খবর জানিয়েছেন।
নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, শুক্রবার শাটাকোয়া ইনস্টিটিউটে বক্তৃতা করতে গিয়েছিলেন বিতর্কিত এ লেখক। অনুষ্ঠানের সঞ্চালক যখন ৭৫ বছর বয়সী সালমান রুশদিকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তখনই এক লোক দর্শক সারির বাঁ দিক থেকে মঞ্চে গিয়ে তাকে একের পর এক ছুরিকাঘাত করতে থাকেন। এসময় দর্শকেরা মঞ্চে ছুটে আসেন এবং হামলাকারীকে ধরে ফেলেন। রুশদি পাঁচ মিনিট বা তারও বেশি সময় মেঝেতে পড়ে ছিলেন। পরে তাকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়।
পুলিশ আরও জানায়, ছুরিকাঘাতের ফলে রুশদির ঘাড়ে ক্ষত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার আঘাত কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়।