সপ্তাহজুড়ে বৃষ্টি হতে পারে

১৪ অগাস্ট ২০২২

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রোববার (১৪ আগস্ট) সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে। এদিকে নিম্নচাপের কারণে দেশের চার সমুদ্রবন্দরকে (চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা) তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দর, নদীবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থেকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়। এটা উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটা আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের প্রবল অবস্থায় রয়েছে।

ওদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বিভাগের মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অধিকাংশ, ঢাকা ও রাজশাহীর অনেক এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের অন্য এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর