খামোখা জিনিসপত্রের দাম বাড়ায় কিছু লোক: প্রধানমন্ত্রী

১৪ অগাস্ট ২০২২

ছুঁতো ধরে দেশের কিছু লোক প্রয়োজন-অপ্রয়োজনে খামোখা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, প্রত্যেকটা জিনিসের দাম হঠাৎ এত তো বাড়ার কথা না। প্রধানমন্ত্রী দেশের মানুষকে উৎপাদন বাড়ানোর আহবান জানান এ সময় ।

রোববার (১৪ আগস্ট) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ বৈঠকে এসব কথা বলেন তিনি।

করোনাভাইরাস, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ডলার সংক্রান্ত নিষেধাজ্ঞা না থাকলে দেশের কোনও সমস্যা হতো না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমদানিনির্ভর বিষয়ে সমস্যা দেখা দিয়েছে। নিষেধাজ্ঞায় আমেরিকা ও রাশিয়ার লাভ হয়েছে। রুবলের, ডলারের দাম বাড়ছে। বিশ্বব্যাপী রুবল ও ডলার স্টক হয়ে গেছে। মরছে সব দেশের সাধারণ মানুষ বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের চরম দুর্ভোগ। সব দেশে একই অবস্থা। নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা ও যুদ্ধে মানুষের জীবনে সর্বনাশটা ডেকে এনেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর