বিএনপিসহ সরকারবিরোধী যেসব দল রাজপথে আন্দোলন (রাজনৈতিক কর্মসূচি) করছে, তাদের যেন গ্রেফতার বা বিরক্ত না করা হয়- সে জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার আটটি বিভাগের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হয়।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিরোধী দল একটা সুযোগ পাচ্ছে, তারা আন্দোলন করবে, করুক। আমি আজকেও নির্দেশ দিয়েছি- খবরদার যারা আন্দোলন করছে, তাদের কাউকে যেন গ্রেফতার করা না হয় বা ডিষ্টার্ব করা না হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবে, আসতে দাও। তারা আন্দোলন করতে চায়, করুক। অসুবিধা কী?’
প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনে তারা কতটুকু সফল হবে, সেটা জানি না। তারা যেভাবে করতে চাচ্ছে, তাতে দেশের আরো ক্ষতি হবে। তবে সরকার সেটা সামাল দিতে পারবে বলেও জানান প্রধানমন্ত্রী।
এমকে