মন্তব্য
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় ৫০টি অসহায় পরিবারের প্রতিটিকে দুই বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকা নগদ অর্থ দেওয়া হয়েছে। রোববার দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে পাওয়া এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সাদ্দাম হোসেন/এমকে