ধর্মপাশায় জেলে নির্যাতন মামলার ৬ আসামি গ্রেফতার

১৪ অগাস্ট ২০২২

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাল ছেঁড়া নিয়ে তপন সরকার নামের সেই জেলেকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার  ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হচ্ছে-  উপজেলার কুইছাহাটি গ্রামের বাসিন্দা বাবুল মিয়া, আলাল মিয়া, সায়েদ নূর, আবুল কাশেম, মরম আলী ও ইউসুফ আলী। তার আগে শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে ধর্মপাশায় থানায় মামলা করেন ভুক্তভোগী।  তপন একই ইউনিয়নের ভান্ডারবাড়ি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সোনামড়ল হাওরে জাল ফেলেন  তপন। একই স্থানে কুইছহাটি গ্রামের হেলাল মিয়া নামের আরেক জেলে বড়শি ফেলেন। এ সময় জাল ছিড়ে যায়। এ নিয়ে শুক্রবার সকালে হেলাল ও তপনের মাঝে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে মারামারি হয়। পরবর্তীতে হেলালের বাড়িতে গিয়ে এ ব্যাপারে নালিশ করতে চাইলে ওই গ্রামের বাসিন্দা বাবুল মিয়ার নেতৃত্বে তপনকে গাছে বেঁধে নির্যাতন করা হয়।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গ্রেফতার ছয় আসামিকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

সাদ্দাম হোসেন/এমকে


মন্তব্য
জেলার খবর