মন্তব্য
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেছেন, বর্তমানে চাহিদার বিপরীতে ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপিসহ সব ধরণের সারের পর্যাপ্ত মজুত রয়েছে। দেশের কোথাও কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে— সেটা নিবিড়ভাবে মনিটর করছে সরকার। রোববার (১৪ আগস্ট) সচিবালয়ে কৃষিমন্ত্রীর দফতরে সাংবাদিকদের সাথে সাম্প্রতিক বিষয় নিয়ে মতবিনিময়কালে এ কথা বলেন।
কৃষিতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব প্রসঙ্গে মন্ত্রী আ. রাজ্জাক বলেন, এতে সারে কোনও রকম প্রভাব পড়বে না। কৃষি উৎপাদন ব্যাহত হবে না। তবে কৃষিপণ্যের দাম কিছুটা বাড়বে।
এমকে