ডিসেম্বরে মধ্যে আ. লীগের সম্মেলন

১৪ অগাস্ট ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে ডিসেম্বরের আগেই দলের সব ইউনিট এবং সহযোগী সংগঠনের সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৪ আগস্ট) আওয়ামী লীগের আট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠককালে এ নির্দেশনা দিয়েছেন  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা আরও জোরদারের পাশাপাশি চলমান পরিস্থিতিতে দেশবাসীর সামনে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার দিকনির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হয়। বৈঠকে দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াও উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রের বরাত দিয়ে এ কথা বলছে একটি গণমাধ্যম।

সভায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের কাছে থেকে সব জেলাওয়ারি রিপোর্টও নিয়েছেন শেখ হাসিনা। বিভিন্ন জেলার অভ্যন্তরীণ সংকট নিয়েও কথা হয়েছে। সাংগঠনিক সম্পাদকদের সাংগঠনিক কাজের গুরুত্ব বাড়ানোর নির্দেশ দেন শেখ হাসিনা। সভায় জানানো হয়, আগামী নভেম্বরে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণসহ অন্যান্য সহযোগী সংগঠনের সম্মেলন হবে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের ক্ষেত্রে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কোনো ইউনিটে অভ্যন্তরীণ সংকট বা কোন্দল থাকলে সেগুলো নিষ্পত্তি করতে হবে। সাংগঠনিক কর্মকাণ্ডে কোথাও কোনো সমস্যা হলে তার সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর