মোটরসাইকেলের ধাক্কায় আহত সাবেক সেনাসদস্যের মৃত্যু

১৫ অগাস্ট ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে সেনাবাহিনীর এক সাবেক সদস্য মোটরসাইকেলের ধাক্কায় আহত হওয়ার কয়েক ঘন্টা পরই মারা গেছেন। সোমবার (১৫ আগস্ট)  দুপুরে পাবনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তার আগে সকাল সাড়ে ৯ টার দিকে মল্লিকপুর এলাকায় উপজেলার আভ্যন্তরীণ চাটমোহর-পার্শডাঙ্গা সড়কে  এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া সাবেক সেনাসদস্যের নাম আব্দুল মতিন (৬৫), তিনি  মল্লিকপুর গ্রামের বাসিন্দা ছিলেন, তার বাবার নাম জহির উদ্দিন।

জানা গেছে, আব্দুল মতিন মহেলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনাস্থলে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এদিকে সেই ধাক্কায় সড়কে পড়ে গুরুতর আহত হন আব্দুল মতিন। স্থানীয়রা তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে পরে পাবনার একটি ক্লিনিকে নেওয়া হয়।

এমকে


মন্তব্য
জেলার খবর