মন্তব্য
বলিউড জয় করার পর হলিউড মাতাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। বয়স চল্লিশের কোটায় হলেও থেমে নেই ব্যস্ততা। কখনও এ দেশ তো কখনও ও দেশ। প্রিয়ঙ্কা চোপড়া বিশ্বের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। কিন্তু দিনের শেষে তিনিও তো মা৷ সন্তানের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে৷ প্রিয়ঙ্কাও তার ব্যতিক্রম নন।
সপ্তাহ জুড়ে ব্যস্ত থাকার পর ছুটির দিনটি পরিবারের সাথে কাটাতে পছন্দ করেন প্রিয়াঙ্কা। সামাজিক মাধ্যমে মেয়ের ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। সঙ্গে ভাগ করলেন মেয়ের তিন দেহরক্ষীর ছবিও।
শুধুই কি মা বাবার দেহরক্ষী থাকবে? ছোট্ট মালতীরও রয়েছে তেমন দেহরক্ষী৷ তারা প্রিয়ঙ্কার তিন পোষ্য- ডায়ানা, জিনো, পান্ডা৷