সিআইডির ডিআইজি হলেন এডিআইজি ইমাম হোসন

১৬ অগাস্ট ২০২২

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-মহাপরিদর্শক পদে (চলতি দায়িত্বে) পদায়ন করা হয়েছে পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ইমাম হোসেনকে। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ১৬ আগস্ট তাকে এ পদে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, পুলিশ-১ শাখার উপসচিব ধণঞ্জয় কুমার দাস সাক্ষরিত দাফতরিক এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে। এর আগে পুলিশের এ চৌকস কর্মকর্তা সিআইডির (সদর দফতর) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ছিলেন।

বিসিএস ১৮ ব্যাচের মেধাবী এ কর্মকর্তা বরিশালের বানারীপাড়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের সন্তান। ১৯৯৯ সালে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করার পর চাকরি জীবনের বড় একটা সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) বিভিন্ন পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। যুগ্ন পুলিশ কমিশনার ছিলেন ডিএমপির, তার আগে অর্থ ও লজিস্টিক পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বিচক্ষণসহ বহুগুনের অধিকারী ইমাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এমকে


মন্তব্য
জেলার খবর