রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নানান পথ বের করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দরকার হয় রুশ মুদ্রা রুবলে জ্বালানি তেল কেনার বিষয়টি দেখতে হবে। রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারলে আমরা কেন পারবো না, আমরাও রাশিয়া থেকে তেল আনতে পারবো। মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ও সভাপতিত্ব করেন।
পরিকল্পনামন্ত্রী জানান, মূল্যস্ফীতির জন্য জ্বালানি তেলকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষের কষ্ট হচ্ছে। সেচের তিনি কাজ সোলারে নিয়ে যেতে বলেছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।
এমকে