একদিনে ৯৩ করোনা রোগী শনাক্ত

১৬ অগাস্ট ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত কেউ মারা না গেলেও শনাক্ত হয়েছে ৯৩ জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২২৮ জন। মঙ্গলবার  (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার শনাক্ত হয়েছিল ২৫৯ জন আর মারা যায় ১ জন করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪১। ২ হাজার ৭৩টি নমুনা সংগ্রহ করা হয়। আগের দিনেরসহ নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ১১০টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ৯ হাজার ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৯৬৫ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩১৪ জনের। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৮।

এমকে

 


মন্তব্য
জেলার খবর