বন্যায় ক্ষতিগ্রস্ত একশ’ সদস্যকে অর্থ সহায়তা প্রদান গ্রামীণ ব্যাংকের

১৬ অগাস্ট ২০২২

সাদ্দাম হোসেন, ধর্মপাশা:

সুনামগঞ্জের মধ্যনগর  উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত নিজেদের ১০০ সদস্যের মাঝে গৃহ মেরামত সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করেছে বেসরকারি সংস্থা গ্রামীণ ব্যাংক। মঙ্গলবার দুপুর ১২ টায় গ্রামীন ব্যাংক মধ্যনগর ধর্মপাশা শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ অর্থ বিতরণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ উদ্যোগ নেয় গ্রামীণ ব্যাংকের নেত্রকোনা জোন।

অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংকের জোনাল ম্যানেজার মো.আক্তারুজ্জামান,নেত্রকোনা জোনের প্রাশাসনিক কর্মকর্তা সন্তুষ কুমার মজুমদার, মোহনগঞ্জ এরিয়া ম্যানেজার মো.কামাল হোসেন, ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক আব্দুর রহিম মিয়া, মধ্যনগর শাখা সেকেন্ড অফিসার খোকন চন্দ্র সরকার প্রমুখ।

 এমকে

 


মন্তব্য
জেলার খবর