শনাক্ত ১২১

২২ মার্চ ২০২২

দেশে  করোনা আক্রান্ত কেউ গত ২৪ ঘণ্টায় মারা যায়নি। এ সময়ে পরীক্ষায়  ১২১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৪ জন। মঙ্গলবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদফতর তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ১ দশমিক ১৬ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা সংগৃহিত হয়েছে ১০ হাজার ৯৭৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা  হয়েছে ১০ হাজার ৯৪৯টি।

এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১৭ জন। এক কোটি ৩৭ লাখ ৪০ হাজার ৮৩টি নমুনা পরীক্ষা  হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ২০।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর