নতুন কৌশলে এগোতে চান এবাদত

১৭ অগাস্ট ২০২২

কদিন বাদেই মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ। এ মাসের ২৭ তারিখ শিরোপা জেতার লড়াইয়ে মাঠে নামবে এশিয়ার ছয়টি দল। ইতোমধ্যে ১৭ সদস্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে অপ্রত্যাশিত হার দেখেছে ক্রিকেট ভক্তরা। তবে এশিয়া কাপে দারুণ কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন এ সিরিজে অভিষেক হওয়া এবাদত হোসেন।

 

মঙ্গলবার ব্যক্তিগত অনু্শীলন শেষে মিরপুরে সংবাদমাধ্যমকে এবাদত বলছিলেন, ‘আমি মনে করি চেষ্টা এক জিনিস আর আমি করে দেখাব আরেক জিনিস। আমার জীবন থেকে আমি চেষ্টা করব এ জিনিসটা শেষ, আমি করে দেখাব, আমরা করব ইনশাআল্লাহ। আমরা দল হিসেবে ভালো খেলছি না মানে এ না যে আমরা টি-টোয়েন্টি খেলতে পারি না। আমরা অদূর ভবিষ্যতে ভালো দল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

 

এবাদত আরো বলেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শোকরিয়া। টেস্টে সারাদিন বল করার একটা ব্যপার থাকে আর টি-টোয়েন্টি হলো শর্টার ফরম্যাট। এখানে মানিয়ে নেওয়ার মতো ব্যাপার হলো বুদ্ধি খাটিয়ে বল করতে হবে, যেহেতু উইকেট ভালো থাকবে, ব্যাটসম্যানরা আগ্রাসী থাকবে। তো পরিকলল্পনা করে বল করাটাই মূল বিষয় আমার কাছে মনে হয়।


মন্তব্য
জেলার খবর