দেশে গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব পুরোটাই অযৌক্তিক ও জুলুম। মঙ্গলবার (২২ মার্চ) রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশে এমন মন্তব্য করেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ আর গরিব, দুঃখী ও মধ্যবিত্তের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখা এ সমাবেশের আয়োজন করে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সরকারি দলের নেতা-মন্ত্রীরা তামাশা ও উপহাস করছেন উল্লেখ করে এবি পার্টির সদস্য সচিব জানান, তারা বলছেন- দেশে নাকি ভিক্ষুক দেখা যায় না। মানুষের আয় ও ক্রয় ক্ষমতা নাকি বেড়েছে। অথচ তেল, গ্যাস ও নিত্যপণ্যের দাম বাড়িয়ে মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলা হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাই। আরও বক্তব্য দেন- আইনজীবী তাজুল ইসলাম, আসাদুজ্জামান ফুয়াদ, বিএম নাজমুল হক প্রমুখ। বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়, মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজয়নগরে শেষ হয় মিছিলটি।
এমকে
/এসটিএস/আইএ/