একদিনে ২১২ করোনা রোগী শনাক্ত

১৭ অগাস্ট ২০২২

আগের দিনের মতো গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত কেউ মারা যায়নি, তবে শনাক্ত হয়েছে ২১২ জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৫৩৯ জন। বুধবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার শনাক্ত হয়েছিল ৯৩ জন করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৫৪। ৪ হাজার ৬৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। আগের দিনেরসহ নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৬৬৬টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ৯ হাজার ৪৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৫০৪ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩১৪ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৯০ হাজার ৩৫২টি। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৮।

এমকে

 


মন্তব্য
জেলার খবর