ভোলায় জাহাজ থেকে তেল পাচারকালে আটক ৫

১৭ অগাস্ট ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীতে তেলবাহী জাহাজ থেকে  তেল পাচারের সময় ৫ জনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এ সময় তাদের কাছে থেকে ৩ শ’ লিটার ডিজেল ও একটি কাঠের ট্রলার জব্দ করা হয়।

আটককৃতরা হচ্ছে- মো. রুবেল (৩৫), মো. ইসমাঈল (৪০), মো. নুরউদ্দিন (৩৭), মো. গজনবি (৬০), মো. মিরাজ (৩৬)। এরা  সবাই দৌলতখান উপজেলার বাসিন্দা। মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন শাফিউল কিঞ্জল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্গো জাহাজ এমভি হাজী রূপসাহেরা-২ থেকে তেল পাচার করছিল তারা।  তাদের দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর