সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে শহরের রমিজ বিপণীস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিলে নেতত্ব দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট।
মিছিলে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জুনেদ আহমদ, জেলা কৃষক লীগ নেতা যথীন্দ্র মোহন তালুকদার, জেলা যুব লীগ নেতা সবুজ কান্তি দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, শোয়েব চৌধুরী, যুবলীগের সদর শাখার সহসভাপতি মো. ফয়সল আহমদ, কাউসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক জেবুল মিয়া, জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিয় মৈত্র প্রমুখ।
সাইফ উল্লাহ/এমকে