ইবি ছাত্রলীগের কালো পতাকা মিছিল

১৭ অগাস্ট ২০২২

ইবি প্রতিনিধি :

বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে দেশব্যাপী সংঘটিত সিরিজ বোমা হামলায় জড়িত সন্ত্রাসী ও জঙ্গীবাদিদের মূলৎপাটনের দাবিতে কালো পতাকা মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মীরা। বুধবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে। মিছিলে শাখা ছাত্রলীগের সহসভাপতি তন্ময় সাহা টনি, মামুন হোসেন, রকিবুল ইসলাম, আরিফুল ইসলাম খান, বনি আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আব্দুল মান্নান মেজবাহসহ ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেয়। তাদের স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত হয়ে উঠে।

 

তাসনিমুল হাসান/এমকে


মন্তব্য
জেলার খবর