মন্তব্য
দেশের বাজারে ডিমের দাম নিয়ন্ত্রণে আসতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেছেন, সরকার চেষ্টা করছে দাম নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে। ডিম আমদানির সিদ্ধান্ত নিতে হলেও সময় লাগবে। আগে দেখি বাজার নিয়ন্ত্রণে আসে কি-না। বুধবার (১৭ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।
মন্ত্রী টিপু মুনশি বলেন, ডিম আমদানি করলে দাম নিয়ন্ত্রণে আসবে এমনটা মনে হলে আমদানির কথা ভাববে সরকার। কিভাবে ডিমের দাম কমানো যায় সে বিষয়ে কৃষি, মৎস্যসহ কয়েকটি মন্ত্রণালয় মিলে আলোচনা করা হবে। তবে সবকিছু রাতারাতি করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
এমকে