সয়াবিনের দাম সমন্বয়ের কথা ভাবছে সরকার: বাণিজ্যমন্ত্রী

১৭ অগাস্ট ২০২২

দেশে সয়াবিন তেলের দাম সমন্বয়ের কথা সরকার ভাবছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেছেন, হিসাবে-নিকাশ করেই ভোজ্য তেলের দাম সমন্বয় করা হবে। বুধবার (১৭ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান।

সয়াবিনের দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী আরো জানান, সয়াবিন তেলের দাম এখনও বাড়ানো হয়নি। আন্তর্জাতিক বাজার এবং ডলারের মূল্য বৃদ্ধি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। এ সময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর