সোনার নতুন দর ঘোষণা

১৭ অগাস্ট ২০২২

দেশের বাজারের জন্য সোনার নতুন দর ঘোষণা করা হয়েছে। এতে কমানো হয়েছে দাম,  ভালো মানের (২২ ক্যারেট) সোনার ক্ষেত্রে সেটা ভরিতে ২ হাজার ২৭৮ টাকা। নতুন দর বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে কার্যকর হবে। বুধবার (১৭ আগস্ট) এ দর ঘোষণা করে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দরে ভরি প্রতি সোনা ২২ ক্যারেট ৮২ হাজার ৫৬ টাকা, ২১ ক্যারেট ৭৮ হাজার ৩২৩ টাকা ১৮ ক্যারেট ৬৭ হাজার ১২৬ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে  ৫৫ হাজার ২৮৭ টাকা  নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে।

দাম কমানোর কারণ জানিয়ে দিয়েছে বাজুস।  বলছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দর আগেরটাই বহাল রাখা হয়েছে, বাড়ানো হয়নি।

এমকে


মন্তব্য
জেলার খবর