দীর্ঘ দিন পরে নিয়মিত লোডশেডিংয়ে ভুগছেন দেশের মানুষ। দ্রব্যমূল্যের চড়া দামে নাভিশ্বাস ওঠছে সাধারণ ভোক্তাদের। আয়ের সঙ্গে ব্যয়ের সমন্বয় ঘটাতে পারছেন না সাধারণ মানুষ। সরকার বলছে, অর্থনৈতিক মন্দাসহ বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশে। করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ধুকছে বিশ্বের সব দেশ, দেশের সাধারণ মানুষ। সব দেশেই মূদ্রাস্ফীতি বেড়েছে। তবে এমন পরিস্থিতিতে আশার কথা শুনিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বলছে, কোনও সংকটময় পরিস্থিতিতে নেই বাংলাদেশ। দেশের পরিস্থিতি শ্রীলঙ্কা থেকে ভিন্ন, ঋণখেলাপির পথে যাওয়ার ঝুঁকিও কম। তাছাড়া বিদেশি ঋণের ক্ষেত্রে এ অঞ্চলের অন্য দেশগুলোর তুলনায় বেশ ভিন্ন অবস্থানে রয়েছে। আইএমএফ-এর এশিয়া অ্যান্ড প্যাসিফিক ডিপার্টমেন্টের ডিভিশন চিফ রাহুল আনন্দ সম্প্রতি এক অনলাইন সভায় বাংলাদেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেন।
রাহুল আনন্দ বলেন, বাংলাদেশে যে রিজার্ভ আছে, সেটা চার থেকে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বৈদেশিক ঋণ তুলনামূলক অল্প, জিডিপির ১৪ শতাংশের মতো। আইএমএফ বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি।
এমকে