পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত

১৭ অগাস্ট ২০২২

পাকিস্তানে তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬ জন। মঙ্গলবারভোরে পাঞ্জাবের মুলতান-সুক্কুর মোটরওয়েতে এ দুর্ঘটনা ঘটে। মুলতানের জেলা প্রশাসক তাহির ওয়াট্টু এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, লাহোর থেকে করাচিগামী যাত্রীবাহী বাসটি মোটরওয়ের জালালপুর পীরওয়ালা ক্রসিংয়ে পেছন দিক থেকে তেলের ট্যাঙ্কারকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর আগুন ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই ২০ জন মারা যান।

 

পরে মুলতানের কমিশনার আমির খট্টকও এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

 

কমিশনারের শেয়ার করা দুর্ঘটনাস্থলের ছবিগুলোতে বাস এবং তেলের ট্যাঙ্কারের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে। খবর ডনের।


মন্তব্য
জেলার খবর