ইউরোপের দীর্ঘতম সেতু ধংস করার হুমকি ইউক্রেনের

১৭ অগাস্ট ২০২২

ইউরোপের দীর্ঘতম সেতু উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে ইউক্রেন। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির প্রধান সহযোগী মিখাইল পোদোলিয়াক  দ্যা গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দেন। ক্রিমিয়া সেতু ধ্বংস করে দেয়া উচিৎ বলে তিনি মনে করেন।

 

এ সেতুই ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে যুক্ত করেছে। ২০১৪ সালে ক্রিমিয়া গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। 

 

ক্রিমিয়ার সেতুটি ধ্বংস করার পেছনে কারণ হিসেবে পোদোলিয়াক বলেন, এ সেতুটি অবৈধভাবে নির্মিত এবং ক্রিমিয়ায় রুশ বাহিনীর প্রবেশের প্রধান রাস্তা। এ সেতু ধ্বংস করে দিলে রুশ সেনারা ক্রিমিয়ায় প্রবেশ করতে পারবে না।

 

পোদোলিয়াকের আগে ইউক্রেনের অনেক কর্মকর্তা একই হুমকি দিয়েছিলেন। সমুদ্রের মধ্যদিয়ে নির্মিত এ সেতুই রাশিয়া ও ক্রিমিয়াকে যুক্ত করেছে। এ সেতুতে আছে গাড়ি ও ট্রেন চলাচলের জন্য ভিন্ন দুটি রাস্তা। সামরিক কার্যক্রমের বাইরে বেসামরিক গাড়িও চলাচল করে এ সেতু দিয়ে।

 

রাশিয়া টুডে জানিয়েছে, সম্প্রতি ক্রিমিয়ার রুশ ঘাঁটিগুলোতে একাধিক বিস্ফোরণ হয়েছে। ইউক্রেন যদিও এর পেছনে থাকার কথা অস্বীকার করেছে। তবে পোদোলিয়াকের এ বক্তব্য ইঙ্গিত দেয় যে, ইউক্রেনই ক্রিমিয়াতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।


মন্তব্য
জেলার খবর