চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরে পিকনিকের নৌকা থেকে ২ নারীসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কাটা নদীর হাণ্ডিয়ালের পাকপাড়া পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। পুলিশের কাছে অভিযোগ ছিল, নৌকায় ভ্রমণের (পিকনিক) নামে উচ্চ শব্দে সাউণ্ডবক্স বাজিয়ে অশালীন আমোদ ফূর্তিতে মেতে উঠেছে তারা।
আটকরা হলো- পাশ্ববর্তী উপজেলার ভাঙ্গুড়ার উত্তর মেন্দা গ্রামের নাজিম উদ্দিন হাসু আহমেদ, আজমত, শাকিল, সোহেল, আ. কাদের, সোহান, রফিকুল ইসলাম, আলাউদ্দিন, শাকিল, মধু ইসলাম, নাটোরের বড়গাছা মহল্লার নিসাবা বেগম কিরণ, গুড়পাড়ার আয়শা পারভীন, নৌকার মাঝি চাটমোহরের করকোলা গ্রামের রাশেদুল ইসলাম ও তার সহকারি জহুরুল। আটক দুই নারী নর্তকী। এদিকে এ ঘটনায় মামলা হলে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমকে