অবৈধ টাকা লেনদেনের সঙ্গে জড়িত সুকেশ চন্দ্রশেখরে সঙ্গে নাম জড়ানোর পর থেকেই ইডির নিশানায় এ জ্যাকলিন ফার্নাদেজ। এবার ২১৫ কোটি টাকা আত্মসাতের মামলা দায়ের করা হয়েছে। বুধবার মুম্বাইয়ের সংবাদ মাধ্যম সূত্রে দিল্লির আদালতে এ অতিরিক্ত চার্জশিট দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে।
তবে এ বিষয়ে কিছুই জানাননি জ্যাকলিন। তবে এ ঘটনার পর একটি লেখা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নায়িকা। যেখানে লেখেন, ‘আমি শক্তিশালী…। সব ভালো জিনিস আমার প্রাপ্য। একদিন নিশ্চয়ই আমার স্বপ্ন ও লক্ষ্য দুই-ই পূরণ হবে। আমার সেই ক্ষমতা আছে।’
বুধবারের ঘটনার পর নায়িকা চুপ থাকলেও মুখ খুলেছেন জ্যাকলিনের তরফের উকিল প্রশান্ত পাতিল। মুম্বাইয়ের এক সংবাদ সংস্থাকে তিনি জানান, ইডি অথবা আদালতের তরফ থেকে জ্যাকলিনের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। অভিযোগের কোনও অনুলিপিও নায়িকার কাছে এসে পৌঁছায়নি।
প্রশান্ত আরও বলেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা অভিযোগের অনুলিপি জন্য আবেদন করব। একজন অভিযুক্তে এটি অধিকার।” শুধু তা-ই নয়, দিল্লির আদালতে বিদেশ ভ্রমণের অনুমতির জন্য আবেদন করেছেন নায়িকা। যা তালিকাভুক্ত করা হয়েছে ইতিমধ্যেই।