চাহিদার বিপরীতে সারের মজুত পর্যাপ্ত

১৮ অগাস্ট ২০২২

দেশে চাহিদার বিপরীতে সব ধরণের সারের পর্যাপ্ত মজুত রয়েছে। ইউরিয়া, টিএসপি, ডিএপি এবং এমওপি মিলে বর্তমানে (১৮ আগস্ট পর্যন্ত) এ মজুতের পরিমাণ ২০ লাখ ৪৮ হাজার মেট্রিক টন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কৃষি মন্ত্রণালয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মজুত সারের মধ্যে ইউরিয়া ৬ লাখ ৪৫ হাজার মেট্রিক টন, টিএসপি ৩ লাখ ৯৪ হাজার টন, ডিএপি ৭ লাখ ৩৬ হাজার টন, এমওপি ২ লাখ ৭৩ হাজার টন রয়েছে।  চলতি আগস্ট মাসে ইউরিয়া ২ লাখ ৫১ হাজার টন, টিএসপি ৪৭ হাজার টন, ডিএপি ৮১ হাজার টন, এমওপি ৫২ হাজার টনের চাহিদা রয়েছে। এ মজুত বিগত বছরের একই সময়ের তুলনায়ও  বেশি।

এমকে


মন্তব্য
জেলার খবর