সিদ্ধার্থ-কিয়ারার প্রেম নিয়ে গুজব

১৯ অগাস্ট ২০২২

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানী ও সিদ্ধার্থ মলহোত্রের মধ্যে প্রেমের সম্পর্কের রয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আসলেই তারা কোনো সম্পর্কে আছেন কী জানা যায়নি। তবে পর্দায় যে তাদের একসঙ্গে ফের দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, সে খবর পাকা।

 

এর আগে তাদের একসাথে দেখা গিয়েছিল ক্যাপ্টেন বিক্রম বত্রার বায়োপিকে ‘শেরশাহ’তে। এবার তাঁরা জুটি বাঁধবেন ‘অদল বদল’ নামে এক রোমান্টিক কমেডিতে। কিয়ারা সিদ্ধার্থের চরিত্রের আত্মা গল্পে অদল বদল হয়ে যাবে। হলিউডে এমন গল্প নিয়ে বহু বার রম-কম হয়েছে। তেমনই কোনো ছবির অনুকরণে এ ছবি তৈরি কি না, তা সময়ই বলবে। আপাতত সিদ্ধার্থ মলহোত্র ব্যস্ত রোহিত শেট্টি পরিচালিত ‘ইন্ডিয়ান পুলিস ফোর্স’ ছবির শ্যুটিং নিয়ে।


মন্তব্য
জেলার খবর