রেমিট্যান্সের ঢল

১৯ অগাস্ট ২০২২

চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতি সামাল দিতে বৈদেশিক মূদ্রার (রেমিট্যান্স) রিজার্ভ বাড়াতে উদ্যোগ নেয় সরকার ও বাংলাদেশ ব্যাংক। এতে ঢল নেমেছে রেমিট্যান্সে। প্রতিদিনই প্রায় কোটি ডলার রেমিট্যান্স পাঠাচ্ছেন বিদেশে অবস্থানরত কর্মজীবী বাংলাদেশিরা। এভাবে রেমিট্যান্স আসলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে  ১১৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৯৫ টাকা) বিনিময় করলে এর পরিমাণ দাঁড়ায়  ১১ হাজার ১২৪ কোটি ৫০ লাখ টাকা। গড় করলে প্রতিদিন  ৭ কোটি ৩১ লাখ ডলার বা ৬৯৫ কোটি ২৮ লাখ টাকা রেমিট্যান্স এসেছে। এর আগের মাস জুলাইতেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে, ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার (২.১ বিলিয়ন) ডলার। বাংলাদেশি টাকায় বিনিময় করলে (প্রতি ডলার ৯৫ টাকা) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২০ হাজার কোটি টাকা। আগস্টে রেমিট্যান্স আসার ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স আড়াই বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

গত বছরের রেমিট্যান্স প্রবাহের দিকে ফিরে তাকালে দেখা যায়, আগস্টের প্রথম ১৬ দিনে ১০০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। গত বছরের এ সময়ের সঙ্গে তুলনা করলে চলতি বছরে আগস্টে ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৬ দশমিক ৩০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমান সময়ে রেমিট্যান্স প্রবাহের বৃদ্ধি দরকার ছিল। রেমিট্যান্স বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংক থেকে  অন্যান্য ব্যাংককে নানা ধরনের উৎসাহ দিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের নানা পদক্ষেপের কারণে আগের ১৪ মাসের তুলনায় জুলাইয়ে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। আগস্টে রেমিট্যান্স জুলাইয়ের তুলনায় বাড়বে বলে আশা করা যায়।

এমকে


মন্তব্য
জেলার খবর