মা হচ্ছেন ক্যাটরিনা!

১৯ অগাস্ট ২০২২

শেষ কয়েক বছর ধরে তারকাদের ‘এয়ারপোর্ট লুক’ নিয়ে দর্শকরা বেশ আগ্রহী। বুধবার রাতে বিমানন্দরে ক্যাটরিনার এ লুক আরও কিছুটা গুঞ্জন উস্কে দিল। ঢিলেঢালা সাদা শার্টে দেখা গেল নায়িকাকে। তবে এটা শুধুই জল্পনা, ভিকি ও ক্যাটরিনার তরফে মিলেছে এমনই উত্তর।

 

কিন্তু অনেক অনুগামীর আশা, কর্ণ জোহরের শো-তে এসেই নাকি আসল সত্যিটা ফাঁস করবেন অভিনেত্রী। যদিও এ প্রসঙ্গে নায়ক-নায়িকার ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে, নিজেদের ব্যক্তিগত জীবন জনসমক্ষে তুলে ধরতে মোটেই রাজি নন। নিজেদেরকে আড়ালে রাখতেই ভালোবাসেন তারা। মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে ভিকি-ক্যাটরিনার এক ঘনিষ্ঠ বলেন, “খুব তাড়াতাড়ি সুখবর দেবেন ভিকি-ক্যাটরিনা। তবে অন্যান্য তারকা জুটির মতো তাঁরা হয়তো ঘোষণা করবেন না।”

 

তবে কর্ণের সঙ্গে নায়িকার ভালো বন্ধুত্ব। সেই জন্য অনেকেরই ধারণা, ক্যাটরিনার জীবনের নতুন ঘোষণা হয়তো সেই সোফাতেই হবে যেখান থেকে শুরু হয়েছিল ভি-ক্যাটের প্রেম।


মন্তব্য
জেলার খবর