তিন খানকে বয়কটের হুমকি

১৯ অগাস্ট ২০২২

সম্প্রতি আমির খানের ছবি 'লাল সিংহ চড্ডা' ভরাডুবিতে হুমকির মুখে তিন খান। বলিউড বাদশার নতুন মুভি 'পাঠান' মুক্তি পাবে আগামী বছর। তার আগেই মুভি বয়কটের ডাক দিয়েছে একদল সমালোচক।

 

শাহরুখের এক পুরনো বক্তব্যের জেরেই নাকি নতুন করে সমস্যার সূত্রপাত। সেই বক্তব্যের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

 

ভিডিওতে দেখা যায়, বলিউড বাদশা মুখ খুলেছেন দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে। তিনি বলেছেন, ‘‘দেশে বেশিমাত্রায় অসহিষ্ণুতার ছবি ধরা পড়ছে। ক্রমশই এটা বাড়ছে।’’ নেটে ভাইরাল সেই ভিডিওর ফলে সমালোচনার মুখে পড়েছেন শাহরুখ খান। আর হুমকির মুখে তার আপকামিং ছবি।, সমালোচকদের কেউ কেউ বলছেন- ‘‘এতই যখন অসহিষ্ণুতা, শাহরুখ খান দেশ ছেড়ে চলে যাচ্ছেন না কেন?’’ আর এক দল বলছে- ‘‘খেলা শেষ। সালমান, শাহরুখ, আমির— তিন খানই যথেষ্ট কামিয়েছেন। এবার বিশ্রাম করুন।’’

 

তবে শাহরুখের ভক্ত-অনুরাগীরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বলিউড সুপারস্টার শাহরুখ খানের সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা।


মন্তব্য
জেলার খবর