মন্তব্য
অন্যান্য দেশের কারণে তেল আমদানিতে অসুবিধা হচ্ছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেছেন, দেশে দ্রব্যমূল্য বেড়েছে। বিদ্যুতের ঘাটতি আছে। তবে এই মাসটিই দুর্দশার শেষ মাস, আগামী মাস থেকে উন্নয়নের পথে যাবো। শুক্রবার (১৯ আগস্ট) সুনামগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে এক আলোচনা সভায় এসব কথা বলেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর উপলক্ষে এ সভা হয়।
সভায় জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ পদ দাস সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।
এমকে