মন্তব্য
তারকাদের সংসার ভাঙা নতুন কোনো বিষয় নয়। সম্প্রতি সংসার ভেঙেছে সংগীতশিল্পী অনুপম রায় ও পিয়া চক্রবর্তীর। দীর্ঘ ৬ বছর একসাথে ছিলেন তারা। এর পেছনে পরমব্রত চট্টপাধ্যায়কে দায়ী করা হচ্ছে। গুঞ্জন উঠেছে অভিনেতা পরমব্রতের সাথে পিয়ার পরকীয়া চলছে। আর সে কারণেই নাকি সম্পর্কের কারণে সংসার ভেঙেছে অনুপমের।
সম্প্রতি এ পরকীয়ার বিষয়ে পরমব্রত বলেন, দু’জন মানুষ বিচ্ছেদের ঘোষণা করেছে, সেখানে হামলে পড়ে তৃতীয় ব্যক্তিকে নিয়ে সেনসেশন তৈরি করাটা কাঙ্ক্ষিত নয়। তারা স্বাধীন সিদ্ধান্ত নিয়েছে। পিয়ার সঙ্গে আমার বন্ধুত্বের রেশ টেনে আনাটা অপ্রয়োজনীয়।