‘শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করা হয়েছে’- পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দেওয়া এ বক্তব্যে সমালোচনার ঝড় বইছে দেশে। উদ্ভুত পরিস্থিতিতে সরকারের ও দলের অবস্থান ব্যাখা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এটি তার ব্যক্তিগত অভিমত হতে পারে। এটা সরকারের, দলের বক্তব্য নয়। আওয়ামী লীগ বা সরকার ভারতকে এ ধরনের অনুরোধ করেননি বলেও দাবি করেন সেতুমন্ত্রী। শুক্রবার (১৯ আগস্ট) রাজধানী ঢাকার পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এ ধরনের অহেতুক মন্তব্য করে ভারত-বাংলাদেশের সুসম্পর্ক নষ্ট না করতেও পররাষ্ট্রমন্ত্রীকে এ সময় হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের জানান, ৭৫ পরবর্তী ২১ বছর ধরে ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক রেখে দেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। দু’দেশের মধ্যে থাকা সংশয় ও অবিশ্বাসের দেয়াল শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ভেঙে দিয়েছেন।
ওবায়দুল কাদের জানানম, ক্ষমতায় টিকে থাকতে ভারতকে অনুরোধ করার জন্য শেখ হাসিনার সরকারের পক্ষ থেকেও কাউকে এ ধরনের দায়িত্ব দেওয়া হয়নি। আওয়ামী লীগের সমর্থন, ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। বাইরের কেউ আমাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। জনগণের সমর্থনে আওয়ামী লীগ টিকে আছে, ভবিষ্যতে টিকে থাকবে ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ভারতে গিয়ে বলেছি- শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, ভারতের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।
এমকে