ভোলায় আভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ

১৯ অগাস্ট ২০২২

কামরুজ্জামান শাহীন, ভোলা:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলা জেলায় আভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী সব ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার (১৯আগস্ট) দুপুর ১২ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বিষয়টি জানিয়েছেন বিআইডব্লিউটিএ- এর ভোলা নদী বন্দরের সহকারি পরিচালক মো. শহিদুল ইসলাম।

এদিকে একই কারণে নদীতে মাছ শিকারের সব নৌযানকে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে। সহকারি পরিচালক শহিদুল ইসলাম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদী বন্দরে ২ নং স্থানীয় সতর্ক সংকেত ও সমুদ্রবন্দরে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত রয়েছে। উত্তাল রয়েছে জেলার মেঘনা ও তেতুলিয়া নদী। এমন পরিস্থিতিতে ভোলা-বরিশাল, ইলিশা-মজু চৌধুরীর হাট, তজুমদ্দিন-মনপুরাসহ সব আভ্যন্তরীণ রুটের নৌযান ও সীট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে  শুক্রবার সকাল থেকে জেলার সর্বত্র বৈরি আবহাওয়া বিরাজ করছে। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে ও  ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে।  উপকূলজুড়ে বিরাজ করছে আতঙ্ক-উৎকণ্ঠা।

এমকে


মন্তব্য
জেলার খবর