প্রেমের কথা স্বীকার ববির

২০ অগাস্ট ২০২২

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। অসাধারণ অভিনয় নৈপূণ্যের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বেশ কয়েক বছর ধরে ‘নোলক’ সিনেমার প্রযোজক সাকিব সনেটের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এ পর্যন্ত এ বিষয়ে দুজনের কেউ মুখ খোলেননি। তবে এবার বিষয়টি খোলাসা করলেন ববি।

 

সংবাদ মাধ্যমৈ আলাপকালে ইয়ামিন হক ববি বলেছেন, ‘হ্যাঁ, আমরা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আছি। তবে এখনও বিয়ের ব্যাপার সিদ্ধান্ত নেয়নি।’ ২০১৭ সালের শেষ দিকে ববি-সনেট প্রেমের সম্পর্কে জড়ান বলে জানা গেছে।

 

শুধু প্রেম নয়, আরো গুঞ্জন রয়েছে- এ প্রযোজকের সঙ্গে পোপনে বিয়ে সেরেছেন ববি। এ প্রসঙ্গে সাকিব সনেটের ভাষ্য, ‘ববি আমার ব্যবসায়িক পার্টনার হওয়ায় দৈনিক তার সঙ্গে আমার দেখা করতে হয়। এ কারণে সবাই ভাবে আমরা বিয়ে করেছি।’

 

বৃহস্পতিবার ছিল ববির জন্মদিন। এ দিনে এ নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন উস্কে দেয় সনেটের ফেসবুক পোস্ট।


মন্তব্য
জেলার খবর