ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (মার্চ) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। দেখা গেছে সূচকের ইতিবাচক প্রবণতা। আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন। অন্যদিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধরণের চিত্র দেখা গেছে। সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে।
ডিএসইতে সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ৭৯ দশমিক ৮৮, ডিএসইএস ১৯ দশমিক ০৫ আর ডিএস৩০ সূচক ৩৪ দশমিক ৭৭ পয়েন্ট বেড়েছে। ডিএসইএক্স ছয় হাজার ৭৭১ দশমিক ৬৬, ডিএসইএস এক হাজার ৪৬০ দশমিক ৫৭ ও ডিএস৩০ সূচক দুই হাজার ৪৭১ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করে।
শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩৭৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৫৭টির, কমেছে ৭৩টির এবং বাকি ৪৭টির অপরিবর্তিত ছিল। লেনদেন বেড়েছে ৩২২ কোটি ৯২ লাখ টাকা, লেনদেন হয় ৯৫৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকার।
অন্যদিকে সিএসইতে দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ১১৯ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৮৬ দশমিক ৯০ পয়েন্টে এবং সিএএসপিআই ১৯৭ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৮১৩ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। ২৮৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ৭৭টির এবং ৪১টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে ২২ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭ কোটি ১৩ লাখ টাকার।
এমকে