পররাষ্ট্রমন্ত্রী আ.লীগের কেউ না, ভারত প্রসঙ্গে তাকেই ব্যাখ্যা দিতে হবে

২০ অগাস্ট ২০২২

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেউ না বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। বলেছেন,  এ কারণে ভারত প্রসঙ্গে তার বক্তব্যের দায়ভার আওয়ামী লীগ নেবে না। সেটির ব্যাখ্যা তাকেই দিতে হবে। শনিবার (২০ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির আয়োজনে ১৫ আগস্ট নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।  সভায় পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন।

আব্দুর রহমান বলেন, ভারত নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আওয়ামী লীগের দলীয় বক্তব্য নয়। কোনও দেশের সমর্থনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নির্ভর করে না। ড. এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগের কেউ না হওয়ায় তার বক্তব্যে দল বিব্রত নয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘ভারতের নয়াদিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শুক্রবার অনেকের বক্তব্যে সেটাই এসেছে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’

এমকে


মন্তব্য
জেলার খবর