বিশ্বকাপে ভালো করতে চান সাকিব

২১ অগাস্ট ২০২২

নানা জল্পনা কল্পণার পর অধিনায়কত্ব পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরমেটে দায়িত্ব পালন করবেন তিনি। দরজায় কড়া নাড়ছে এশিয়অ কাপ। কদিন বাদেই পর্দা উঠবে এশিয়ার বৃহত্তম এ আসরের। দায়িত্ব পেয়ে ভালো কিছু করার ব্যাপারে আত্মপ্রত্যয়ী তিনি। সাকিব আল হাসান বলেছেন, কেউ যদি বিশ্বাস করে দলের ভাগ্য এক বা দুই দিনের মধ্যে বদলে যেতে পারে তারা বোকার স্বর্গে বাস করছেন।

 

সম্প্রতি শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এ কোচের অভিজ্ঞতা বাংলাদেশকে সাহায্য করতে পারে কি না সেটাই দেখার। এশিয়া কাপ এবং পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে তিনি কোচ হিসেবে থাকবেন।

 

বাংলাদেশ এর আগে ৪৬টি ম্যাচের মধ্যে মাত্র ১৯টি জিতেছে, আর বিশ্বকাপের পর থেকে শেষ ১১ টি-টোয়েন্টিতে তারা মাত্র দুটিতে জয় পেয়েছে। একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

 

সাকিব বলেন, ‘আমার কোনো লক্ষ্য নেই। আমার একমাত্র লক্ষ্য হলো বিশ্বকাপে ভালো করা। এর জন্যই প্রস্তুতি নিচ্ছি। যদি কেউ মনে করেন এক বা দুদিনের মধ্যে কিছু পরিবর্তন করতে পারি বা অন্য কেউ এটি পরিবর্তন করতে আসবে, তাহলে আমরা বোকার স্বর্গে বাস করছি। আপনি যদি বাস্তব চিন্তা করেন, আমাদের সত্যিকারের উন্নয়ন দেখা যাবে বিশ্বকাপে ভালো করলে।’

 

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘আমরা প্রথম এ ধরনের সংস্করণে খেলেছিলাম ২০০৬ সালে। তারপর থেকে এশিয়া কাপের ফাইনাল ছাড়া আমরা ভালো করতে পারিনি। সে দিক থেকে এ সংস্করণে (টি-টোয়েন্টি) অনেক পিছিয়ে আছি।’

 

টি-টোয়েন্টির নতুন পরামর্শক নিয়োগ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি মনে করি না তার কাছ থেকে অনেক কিছু আশা করার আছে। তিনি (শ্রীরাম) পাঁচ বছর ধরে অস্ট্রেলিয়ার মতো একটি দলের অংশ ছিলেন। আমাদের বিশ্বকাপও অস্ট্রেলিয়ায় হবে, তাই তার অভিজ্ঞতা আমাদের জন্য সহায়ক হবে।’


মন্তব্য
জেলার খবর