সিনেমা বয়কট নিয়ে সরব সোহম

২১ অগাস্ট ২০২২

 ‘লাল সিংহ চড্ডা’, ‘রক্ষাবন্ধন’, ‘ধর্মযুদ্ধ’— ছবি মুক্তি পেতে না পেতেই দর্শকের একাংশের ‘বয়কট’-এর ডাক। এবার সেই তালিকায় জুড়ল আরও এক নাম ‘বিসমিল্লা’। বলি থেকে টলি এ এক নতুন ট্রেন্ড। বেশির ভাগ ছবির ক্ষেত্রেই ধর্মে আঘাত লাগছে একাংশের। আবার কেউ কেউ ছবির বক্তব্যের সঙ্গে সহমত নন। কিছুদিন আগে এ প্রসঙ্গে মুখ খুলে ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। লিখেছিলেন, ‘আপনারা পাগল না ছাগল’! এবার মুখ খুললেন সোহম চক্রবর্তী।

 

 

সোহমের আগামী ছবি ‘পাকা দেখা’। পরিচালক পেমেন্দু বিকাশ চাকি। ছবির প্রচার ঝলকের অনুষ্ঠানে একান্তে ধরা দিলেন অভিনেতা। ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে উঠে এল বয়কটের কথা। সোহম বলেন, “রাজদা তো অনেক ভালেঅ ভাষায় কথা বলেছে। ওরা এ ভাষারও যোগ্য নয়।”

 

তিনি আরও যোগ করেন, “এ সব মানুষদের আমরা পাত্তাই দিই না। কেন ওদের সঙ্গে তর্ক করতে যাব আমরা। অনেক ক্ষেত্রেই ইচ্ছে করে এ ধরনের কাজ করানো হয়ে থাকে।”

 


মন্তব্য
জেলার খবর