রাশিযা-ইউক্রেন যুদ্ধের কারণে নানামুখী রাশিয়ার খাদ্যদ্রব্য ও রাসায়নিক সার এবং ইউক্রেনের খাদ্যশস্য যাতে নির্বিঘ্নে বিশ্ব বাজারে আসতে বাধাগ্রস্থ হচ্ছে। ফলে বিশ্বব্যাপি নানামুখী সঙ্কট দেখা দিয়েছে। এ সঙ্কট নিরসনে আন্তর্জাতিক বাজারে যাতে রাশিযা-ইউক্রেনের পণ্য আসতে পারে সে জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি শনিবার রাতে তুরস্কের ইস্তাম্বুল সফরকালে এ আহ্বান জানান।
বর্তমানে তুরস্ক কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ‘বিশ্ব মানবতার জন্য অতি গুরুত্বপূর্ণ’ এ উদ্যোগ গ্রহণের জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গুতেরেস। তিনি বলেন, বিশ্ববাজারে খাদ্যদ্রব্যের দাম কমানোর জন্য রাশিয়ার খাদ্যদ্রব্য রপ্তানিরও উদ্যোগ নিতে হবে।
তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এক সমঝোতা স্মারক সই হওয়ার পর ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির পথ সুগম হয়। ইউক্রেন বিশ্বের প্রধান খাদ্যশস্য রপ্তানিকারক দেশগুলোর অন্যতম। তবে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর ইউক্রেনের শস্য রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। এর ফলে বিশ্ব বাজারে খাদ্যপণ্যের ঘাটতি দেখা দেয়।
সূত্র : পার্সটুডে